বিমানের সঙ্গে গরুর ধাক্কা౼৪ আনসার প্রত্যাহার, তদন্তে কমিটি

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের পাখার সঙ্গে দুটি গরুর সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া প্রত্যাহার করা হয়েছে ৪ আনসার সদস্যকে।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা।

আরও পড়ুন : হঠাৎ বিমানে তীব্র ঝাঁকুনি—মুহূৃর্তেই দুই গরু মারা গেলেও রক্ষা পেল ৯৪ যাত্রী

মঙ্গলবার সন্ধ্যার আগমুহূর্তে রানওয়েতে আশপাশে বিচরণ করা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। তবে প্রাণে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রানওয়ে ১৭ নম্বর ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় ডানদিকের ডানায় গরুর সঙ্গে ধাক্কা লাগে।

বিমানটি ওইদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!