উপমহাদেশের প্রখ্যাত মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খাঁন দেড় হাজারের বেশি বই লিখে ইসলামের খেদমত করে গেছেন। তিনি একাধারে লেখক ও আশেকে রাসুল ছিলেন। তাকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হচ্ছে।
শুক্রবার (২৩ সেপ্টম্বর) নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী হামিদিয়া হোসাইনিয়া মাদ্রাসা মাঠে আলা হযরত কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।
আরও পড়ুন : রাবিপ্রবির প্রথম নারী উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. সেলিনা আখতার
আন্জুমানে আশকোনে মোস্তাফা উত্তর জেলার আয়োজনে দুদিনব্যাপী এ কনফারেন্স উদ্বোধন করেন মাওলানা সৈয়দ মাহমুদ রেজা।
পীরে ত্বরিকত কাজী শাহেদুর রহমান হাশেমের সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা আবুল ফারাহ মু. ফরিদ উদ্দিন, মাওলানা হাফেজ খালেদুর রহমান হাশেমী ও মাওলানা নুর মো. আলকাদেরী।
আলোকিত চট্টগ্রাম