বিবিরহাট গরুর বাজারে বসলো যুবলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’

দেশব্যাপী বেড়ে চলেছে করোনার প্রকোপ। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে করোনা মহামারী রুখতে নগরের গরুর হাটগুলোতে যুবলীগের ‘করোনা প্রতিরোধক বুথ’ বসানোর কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিকাল ৪টায় মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা নূরুল আজিম রনির উদ্যোগে নগরের বিবিরহাট গরুর বাজারে ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেছেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য নূরুল আনোয়ার, মো. সাজ্জাদ আলী, বাজার ইজারাদার মো. এরশাদ মামুন, মো. আরিফুল ইসলাম, শিবু প্রসাদ চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক এমএ আজিজ, মাহমুদুল করিম, রুবেল সিকদার, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. খোরশেদ আলম, মো. নাসির উদ্দিন দিপু, মো. সাকিব।

মহিউদ্দীন বাচ্চু বলেন, করোনা মহামারীর শুরুর থেকে নগরজুড়ে করোনা প্রতিরোধে কাজ করছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। তারই অংশ হিসেবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরের গরুর হাটগুলোতে জনসমাগমের কথা চিন্তা করে যুবলীগ নেতা রনির উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ বসানো হচ্ছে। এখানে সাধারণ জনগণ বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাবে। সাধারণ মানুষ করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে।

আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো. আরিফ হোসেন, মো. ইব্রাহিম রুবেল, মো. আরফাত হোসেন, মো. রিদয় ইউসুফ, জয় দীপ্ত, রিয়াসাদ, তানবীর, মো. রবিন, নাহিদ, আরিফ, রাকিব, ইমন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm