‘বিধিনিষেধ’—৪ শর্তের নতুন সিদ্ধান্ত

গণপরিবহন নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। আগের বিধিনিষেধে অর্ধেক গণপরিবহন চালুর কথা থাকলেও এবার তা প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ১৯ আগস্ট থেকে শতভাগ গণপরিবহন চলাচল করবে।

ওইদিন থেকে বিধিষেধের আওতামুক্ত হচ্ছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র। অর্থাৎ ১৯ আগস্ট থেকে এগুলো চালু করা যাবে। তবে আসন সংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চার শর্তের এ প্রজ্ঞাপনের ফলে দীর্ঘদিন ধরে চলা বিধিনিষেধ আর প্রায় থাকল না।

আরও পড়ুন: ১১ আগস্ট থেকে খুলছে সবকিছু, মানতে হবে ৮ শর্ত

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই আপাতত বন্ধ থাকছে। সবশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সূত্র বলছে, করোনাভাইরাসের সংক্রমণ কমলে এবং পর্যাপ্ত টিকা দিতে পারলে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

প্রজ্ঞাপনে যা আছে

১. যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে।

২. পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।

৩. সকলক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৪. যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!