‘বিধিনিষেধ’—১১ আগস্ট থেকে সব খুললেও বন্ধ থাকবে যেসব

১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই প্রজ্ঞাপনে চলবে গণপরিবহন, খুলবে মার্কেট-শপিংমল। একইসঙ্গে চালু হবে সরকারি-বেসরকারি অফিসও।

তবে ১১ আগস্ট মার্কেট-অফিস খুলে গাড়ির চাকা ঘুরলেও কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থেকেই যাচ্ছে। সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এসব ক্ষেত্র বিধিনিষেধের আওতায় থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠান: ১১ আগস্ট থেকে খুলবে না শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বিনোদনকেন্দ্র: সিনেমা হল হোক কিংবা থিয়েটার ১১ আগস্ট থেকে খুলবে না এগুলো। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত হলে গিয়ে মুভি দেখা কিংবা থিয়েটারে গিয়ে মঞ্চ নাটক দেখার সুযোগ থাকছে না।

আরও পড়ুন— ১১ আগস্ট: যে ভাড়ায় যেভাবে চলবে গণপরিবহন

রিসোর্ট: গণপরিবহন-অফিস খুললেও খুলবে না রিসোর্ট। আগের বিধিনিষেধ বহাল থাকায় রিসোর্ট বন্ধ থাকবে।

কমিনউনিটি সেন্টার: বিয়ে, পার্টিসহ যেকোনো গণজমায়েতে বিধিনিষেধ এখনও বহাল আছে। একইভাবে বহাল আছে কমিনউনিটি সেন্টার বন্ধের নির্দেশনাও।

পর্যটনকেন্দ্র: করোনার কঠিন সময় এখন চলছে। তাই বেড়ানোর উপরও থাকছে বিধিনিষেধের খড়গ। কক্সবাজার সমুদ্রসৈকত হোক কিংবা বান্দরবানের উঁচু পাহাড়ের নীলগিরি— আপাতত সব পরিকল্পনা বন্ধ রাখতে হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!