নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে জেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এসময় ১৬ মামলায় ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি জায়গায় বাণিজ্য—বাদ সাধলেন ম্যাজিস্ট্রেট
সোমবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ ও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে চকবাজারের টর্ক সাইকেল সরঞ্জামের দোকানকে ৫ হাজার টাকা, গোলপাহাড় ও প্রবর্তক মোড় এলাকায় বাটা শোরুমে ১০ হাজার টাকা, স্যামসাং শোরুমকে ৫ হাজার টাকা এবং জিইসি মোড় এলাকার একটি প্রসাধনী দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাভলেইন এলাকার মেট্রোপল কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা, জুবলি রোড ইমা করপোরেশনকে ১০ হাজার টাকা
স্মার্ট ক্যাফেকে ১০ হাজার টাকা,
নাজমা গার্মেন্টসকে ২ হাজার টাকা,
নিউ আখি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট ৯টি মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে নগরের খুলশী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্দেশিত আইন অমান্য করে খোলা রাখার অপরাধে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা, দক্ষিণ খুলশীর দ্যা বাস্কেটকে ১০ হাজার টাকা, দুরন্ত গ্যালারিকে ২ হাজার টাকা এবং বেস্ট বাইকে ৩ হাজার জরিমানা করা হয়।
এছাড়া জিপি ডেকোরেটার্সকে ২ হাজার টাকা, বিলাসী ড্রাই ক্লিনার্সকে ১ হাজার টাকা, সালমান কেইন ফার্নিচারকে ১ হাজারসহ ৭টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরের বিভিন্ন এলাকায় তিনটি অভিযানে ১৬টি মামলায় মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সিএম/এসআর