আনোয়ারায় রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ৫ দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ছাড়া ও অসতর্ক অবস্থায় সিলিন্ডার মজুদ রাখায় এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে রোববার (৩০ অক্টোবর) রাতে উপজেলা সদর ইউনিয়নের জয়কালী বাজারে সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মুমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জয়কালী বাজার এলাকায় ৬ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। লাইসেন্স না রাখা ও অসতর্ক অবস্থায় সিলিন্ডার মজুদে এক দোকানিকে সতর্ক করা হয়। এসময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় বলেও তিনি জানান।
কাঞ্চন/এসআই
মন্তব্য নেওয়া বন্ধ।