ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ হাসেম (৫০) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ আনসারীর মালিকানাধীন মরিয়ম ম্যানসনে এ দুর্ঘটনা ঘটে। পেশায় ইলেক্ট্রিশিয়ান হাসেম নাজিরহাট পৌরসভার কুতুব শাহ বাড়ির মৃত আবদুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ভবনটির একটি কক্ষে হেলপার নিয়ে ইলেক্ট্রিকের কাজ করছিলেন হাসেম। হেলপার বিশেষ কাজে ভবনের নিচে নামলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ভবনের মেঝেতে লুটিয়ে পড়েন হাসেম। হেলপার এসে দেখলে লোকজনের সহায়তা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. আবদুল বাসেত বলেন, ‘হাসেমকে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’
নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলাহ বলেন, ‘হাসেমের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
আক্কাছ/ডিসি