১৫৪ শিক্ষার্থী নিয়ে লামায় বিজ্ঞান অলিম্পিয়াড

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে লামায় ‘বিজ্ঞান অলিম্পিয়াড’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সরকারি মাতামুহুরী কলেজে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের ৮ বিভাগে ২৮টি কেন্দ্রে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ২১ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে লোহাগাড়ায় ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড

সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সকাল ১০টায় লামা, আলীকদম উপজেলা ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮ জন ও ৫টি কলেজের ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দুপুর ৩টায় কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া কলেজগুলো হলো-সরকারি মাতামুহুরী কলেজ লামা, সরকারি চকরিয়া কলেজ, চকরিয়া মহিলা কলেজ, ডুলহাজারা কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ সরই লামা।

মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো- লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামামুখ উচ্চ বিদ্যালয়, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, কোরক বিদ্যাপীঠ চকরিয়া, রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় ও কোয়ান্টাম কসমো স্কুল সরই।

প্রতিযোগিতায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সরকারি মাতামুহুরী কলেজ লামার প্রভাষক মো. রুহুল আমিন।

সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চকরিয়া শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার (অপারেশন) মো. সোয়াইফ, সিনিয়র অফিসার ফারুক হোসাইন, জুনিয়র অফিসার মো. ফরহাদ, সরকারি মাতামুহুরী কলেজ লামার প্রভাষক মো. হোসেন, মোতাহের হোসেন, মো. মোনায়েম, রফিকুল ইসলাম খাঁ, গিয়াস উদ্দিন, ডুলহাজারা কলেজের শিক্ষক প্রতিনিধি মনোয়ার হোসেন, চকরিয়া সরকারি কলেজ প্রতিনিধি জিয়াউল হক, চকরিয়া মহিলা কলেজ প্রতিনিধি নাছির উদ্দিন এবং কোয়ান্টাম কসমো কলেজ প্রতিনিধি আসাদ।

ইলিয়াছ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!