বিকেলে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা, রাতে অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাটসহ পাঁচটি মামলা রয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের খুলশী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সায়েম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মৃত নুরুল আলমের ছেলে।

আরও পড়ুন : পেকুয়ায় রাতের আঁধারে ধরা ছাত্রলীগ নেতা রশিদ

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে দেওয়া স্বীকারোক্তিতে রাতে কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খার বাড়ি এলাকার পরিত্যক্ত ঘর থেকে একটি দেশি এলজি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার সায়েমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাটসহ মোট পাঁচটি মামলা রয়েছে। মঙ্গলবার অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm