বিএম ডিপোতে বিস্ফোরণ—ডিএনএ শনাক্ত হওয়া ৮ পরিবার পাচ্ছে ক্ষতিপূরণ

সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত আরও ৮ পরিবার পাচ্ছে ক্ষতিপূরণ। প্রতিষ্ঠান ও রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে।

তারা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট থানার হিয়াজোড়া গ্রামের মো. শাহ্ আলমের ছেলে রাসেল (২১), একই জেলার মুরাদপুর থানার হীরপুর গ্রামের মো. কালুর ছেলে মো. শাহ্ জাহান (২৮), চট্টগ্রাম জেলার বাঁশখালী শেখেরখীল গ্রামের শাহ্ আলমের ছেলে আব্দুস সোবাহান (প্রকাশ) আব্দুস রহমান (২৯), একই থানার নুরুল আমিনের ছেলে মো. আক্তার (৩৩), একই জেলার সীতাকুণ্ড থানার মছজিদ্দা গ্রামের সগির আহমেদের ছেলে আবুল হাসেম (৪৫), দক্ষিণ সলিমপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুল মনির (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের তালেবের ছেলে মো. বাবুল মিয়া (৪০) এবং নোয়াখালী জেলার চরজব্বর থানার চরবৈশাখী গ্রামের মৃত সফিউল আলমের ছেলে সাকিব (১৮)।

আরও পড়ুন: বিএম ডিপো বিস্ফোরণে লাশ হয়েছিল ৯৫ ব্যাচের সেই আবুল হাসেম

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণে হতাহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যেসব মরদেহের পরিচয় পাওয়া গেছে তাদের স্বজনরা ক্ষতিপূরণ পেয়েছেন। তবে যাদের নাম-পরিচয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে প্রতিবেদনের পর তাদের পরিবারকেও সহায়তা প্রদান করা হবে। বর্তমানে ডিএনএ সনাক্ত হওয়া ৮ জনের তথ্য সংগ্রহ করে সংশ্নিষ্ট দপ্তর ও ডিপো কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১০ জন ফায়ার সার্ভিস কর্মীসহ মোট ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অজ্ঞাত আরও ১৬ জনের ডিএনএ পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm