যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশজুড়ে সাধারণ পথচারীসহ পুলিশের ওপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়মূলক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সরকার উৎখাতে মরিয়া বিএনপি, নানা পরিকল্পনায় ষড়যন্ত্র করছে : আ জ ম নাছির
বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে তিনি আরও বলেন, সাধারণ জনগণকে সাথে নিয়ে দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের এই বিক্ষোভ মিছিল ও পথযাত্রা। চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।
প্রতিবাদ মিছিল নগরের নন্দনকানন ডিসি হিল থেকে শুরু হয়ে নিউমার্কেট, স্টেশন রোড, সিআরবি প্রদক্ষিণ করে জুবলী রোড হয়ে পুনরায় নন্দনকাননে এসে শেষ হয়।
আরএস/এসআর