চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা এর প্রতিফলন চাই।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে পটিয়ার খরনা ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক।
আরও পড়ুন : গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী হারিয়েছে বিএনপি : এনামুল হক এনাম
তিনি আরও বলেন, ৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতা অনিয়মে জড়িয়ে পড়েছেন। এখনও সময় আছে সতর্ক হয়ে যান। ইতোমধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।
খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাগির হোসেনের সভাপতিত্ব প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহম্মদ চৌধুরী, খরনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এয়াকুব আলী সওদাগর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু ।
মাসুদ করিম চৌধুরী ও আশিক ইমতু রফির সঞ্চালনায় বক্তব্য রাখেন ওবায়দুল হক রিকু, আবদুল করিম, আরিফুর রহমান তারেক, নুরুল আবসার, এসএম সেকান্দর ও মো. ইছাক।
কেএ/আরবি