বায়েজিদ লিংক রোডে পথচারীকে লাশ বানিয়ে খাদে ময়মনসিংহের বাস

নগরে বায়েজিদ লিংক রোডে মো. ফোরকান (৬০) নামে এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়েছে ময়মনসিংহ থেকে আসা যাত্রবাহী বাস। ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ থেকে আসা ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়। এসময় পথচারী ফোরকানকে চাপা দেয় বাসটি। দুর্ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

আরও পড়ুন: মিরসরাইয়ে বেপরোয়া পিকআপ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক।

Yakub Group
এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!