বায়েজিদে লুকিয়ে ছিল শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী এনাম

নগরের তালিকাভুক্ত সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ আলীর অন্যতম সহযোগী মো. এনামুল হককে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বায়েজিদের ওয়াজেদিয়া হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনাম ওয়াজেদিয়া এলাকার মৃত ইউনুছের ছেলে।

আরও পড়ুন: ডজন মামলা মাথায় নিয়ে বায়েজিদের কাঁচাবাজারে ঘুরছিল মোকাম্মেল

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গোপন সংবাদের অভিযানে আজ (বৃহস্পতিবার) শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী এনামকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার এনামুল হক ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন আইনে নগরের বায়েজিদ, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় ৭টি মামলা রয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm