বায়েজিদের বিজয়ের দাম ২৫ লাখ!

লাল-কালো রঙের নাদুসনুদুস গরুটি নজর কাড়ে দূর থেকেও। খামারি শখ করে বিশালবপু গরুটির নাম রেখেছেন বিজয়।

আসন্ন কোরবানির ঈদে বিজয়কে বিক্রি করতে চান তিনি। তবে দাম চাইছেন চড়া।

নগরের বায়েজিদ থানার ছায়াকুঞ্জ আবাসিক এলাকার খামারি আজিজ তাঁর যত্নে লালিত গরু বিজয়ের জন্য দাম হাঁকছেন ২৫ লাখ টাকা!

শুক্রবার (২ জুলাই) বিকেলে খামারি আজিজের বাড়িতে গিয়ে দেখা মেলে ‘বিজয়ে’র।

আজিজ জানান, পাঁচ মাস বয়সে কেনা গরুটি পাঁচ বছর ধরে লালন-পালন করছেন তিনি ও তাঁর স্ত্রী।

তিনি বলেন, এক বেপারি থেকে কিনে অনেক কষ্ট করে বড় করে তুলেছি বিজয়কে। এবারের কোরবানির ঈদে বিজয়কে বিক্রি করতে চাই।

গরুটির খাবার প্রসঙ্গে তিনি বলেন, বিজয়কে কখনও কাঁচা খড় খাওয়াইনি। তার খাবারের তালিকায় ছিল ছোলা, ভুট্টা, সয়াবিন, মটর, কলা, আপেল এবং গরমের সময় ডাব-ভুসি।

তিনি আরও জানান, প্রতিদিন দুই বেলা ১৬ থেকে ১৭ কেজি খাবার খেতে দিতে হয় বিজয়কে। গরুটির থাকার ঘর সবসময় পরিষ্কার-পরিছন্ন রাখতে হয়।

আজিজ বলেন, এ পর্যন্ত আমার ১৮ লাখ টাকা খরচ হয়েছে বিজয়ের পেছনে। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে বিক্রির জন্য দাম চাইছি ২৫ লাখ টাকা।

ক্রেতারা বাড়ির সামনে ভিড় করছেন দাবি করে তিনি বলেন, দাম কম বলায় বিক্রি করতে চাইছি না। সঠিক দাম পাওয়া গেলে বিক্রি করব। গত বছর দাম কম ওঠায় বিক্রি করিনি। এ বছর দাম কিছু কম হলেও বিক্রি করে দিব।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!