শনিবার থেকে যাত্রী কমবে বাসে, বাড়বে না ভাড়া

আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে যাত্রী কমলেও বাড়বে না বাস ভাড়া।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ।

এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামসহ সব শহরে হাফ ভাড়া—২ বিষয়ে সচেতন থাকতে হবে শিক্ষার্থীদের

তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য চাপ শুরু করে বাস মালিক ও শ্রমিকরা।

এমন পরিস্থিতিতে বিআরটিএ প্রধান কার্যালয় বনানীতে আজ (বুধবার) দুপুরে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে বাসভাড়া না বাড়িয়ে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!