‘বাড়ছে শনাক্ত’—ভারতফেরত আরও ১১ জন করোনা পজিটিভ

ভারতফেরত ১৪২ জনের মধ্যে আরো ১১ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) তাঁদের নমুনা পরীক্ষা করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসায়েন সাফায়াত।

ডা. হুসাইন সাফায়েত বলেন, ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হবে। বাকি ১৩১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরতে পারবেন তারা। তবে আক্রান্তরা করোনার ভারতীয় ধরনে সংক্রমিত কি-না তা আরো পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

জানা যায়, ভারত থেকে আসা ৩৩৭ বাংলাদেশি আসলে তাদের ৫ মে থেকে সাতক্ষীরা শহরে কোয়ারেনটাইনে রাখা হয়। ১৪২ জনের ১৪ দিন কোয়ারেনটাইনের মেয়াদ মঙ্গলবার শেষ হয়। নিয়ম অনুসারে হোটেল ছাড়ার আগে ওই দিন তাঁদের নমুনা নিয়ে পরীক্ষা করানো হয়। এতে ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

তারা হলেন- মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার দীপা মণ্ডল (২৭), সাতক্ষীরার সদর উপজেলার বৈকারি গ্রামের সোনালী সুলতানা (৩২), পাটকেলঘাটা উপজেলার ঝড়গাছা গ্রামের দীপিকা রানী ঘোষ (৩০), আশাশুনি উপজেলার সন্তোষ কুমার মণ্ডল (৪৩), একই উপজেলার আবদুল মান্নান (৪৮), বাগেরহাটের মনির মোল্লা (৪০) ও তাঁর স্ত্রী সাহিদা বেগম (৩২), শিশুসন্তান জাহিদ ইমরান (৫), খুলনার মো. আক্তার (৩০) ও কাজী আশিকুজ্জামান (৩০) এবং রংপুরের কাকুলি বেগম (২৮)।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm