চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা

চট্টগ্রামে হু হু করে বাড়ছে করোনা। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনার। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৩৯ জন। তবে এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

এদিন ১০ ল্যাবে ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১২ দশমিক ২৯ শতাংশ।

আরও পড়ুন ; চট্টগ্রামে করোনার ভয়ঙ্কর থাবা, ১৪ দিনে শনাক্তের হার ১৪ গুণ!

শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

নতুন আক্রান্তের মধ্যে ২১৮ জন নগরের ও ২১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪২৭ জন। যাদের ৭৫ হাজার ৮৩২ জন নগরের এবং ২৮ হাজার ৫৯৫ জন উপজেলার বাসিন্দা।

করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৩৫ জন। যাদের ৭২৫ জন নগরের এবং ৬১০ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!