বাড়ছে ‘করোনা’—বাংলাদেশ ব্যাংকের ২ নতুন সিদ্ধান্ত

দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধে পরিবর্তিত সময়সূচিতে চলছে ব্যাংক। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার নতুন দুটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন দুই সিদ্ধান্ত অনুযায়ী— আগামী রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) বন্ধ থাকবে ব্যাংক। আগামী ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমও চলবে নতুন সূচিতে।

বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকিং লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm