বাড়ছে ‘করোনা’—বাংলাদেশ ব্যাংকের ২ নতুন সিদ্ধান্ত

দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধে পরিবর্তিত সময়সূচিতে চলছে ব্যাংক। তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার নতুন দুটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন দুই সিদ্ধান্ত অনুযায়ী— আগামী রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) বন্ধ থাকবে ব্যাংক। আগামী ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমও চলবে নতুন সূচিতে।

বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকিং লেনদেনপরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!