ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। তবে এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: পাগলের কাণ্ড—রাস্তায় হঠাৎ দাউ দাউ আগুন, আতঙ্কিত মানুষ

জানা গেছে, গাড়ির ইঞ্জিনের ওভার হিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব ১৩-০০০১) বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে আসতেই হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন।

স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন বলেন, মানুষের হৈচৈ শুনে সামনে গিয়ে দেখি বাসের ভেতর আগুন জ্বলছে। তবে এর আগেই যাত্রীরা নিরাপদ দূরত্বে চলে যায়। পরে মালামাল রাখার বক্স থেকে ৯টি ছাগল উদ্ধার করা হয়। তবে একটি ছাগল সামান্য পুড়ে গেছে।

আরও পড়ুন: আগুনে পুড়ে শেষ নববধূর রঙিন স্বপ্ন

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বাসের যাত্রীর সবাই সুস্থ আছে।

তিনি আরও বলেন, গাড়ির ইঞ্জিনের ওভার হিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে তিন লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বলেন, বাড়বকুণ্ড এলাকায় বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে বাসযাত্রীদের কেউ হতাহত হননি।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!