‘বাসেই জন্ম নিল সন্তান’—নারায়ণগঞ্জ থেকে চকরিয়া যাচ্ছিলেন স্বামী-স্ত্রী

ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল রিলাক্স পরিবহনের একটি বাস। বাসটি পটিয়া পৌঁছতেই ঢুকে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাস প্রবেশ করতেই একজন পুরুষসহ কয়েকজন যাত্রী যান জরুরি বিভাগে। তারা জানান, বাসে একজন প্রসূতির প্রসববেদনা শুরু হয়েছে। তাঁর জরুরি চিকিৎসা দরকার।

সঙ্গে সঙ্গে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিডওয়াইফ বিবি হালিমা ও শরিফা জেসমিন গিয়ে জরুরি সহায়তায় বাসেই প্রসূতি মায়ের ডেলিভারি সম্পন্ন করেন। পরে নবজাতক ও মাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রসবপরবর্তী চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুল ছাত্র—ছাত্রীরা বিআরটিসির ১০ বাসে চড়বে শনিবার থেকে

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত আড়াইটার ঘটনা এটি। বাসে নিরাপাদভাবে প্রসূতি মায়ের সন্তান জম্মদানের বিরল ঘটনার সাক্ষী হলেন বাসের সব যাত্রী।

জানা যায়, স্বামীসহ নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে চকরিয়া বাপের বাড়ি যাচ্ছিলেন ওই মা। বাসে প্রসবের বেদনা উঠলে বাসের অন্য যাত্রীদের সহায়তায় তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সঙ্গে সঙ্গে বাসেই তিনি সন্তান প্রসব করেন।

মাহবুব/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!