বাসি খাবার বিক্রি করে লাহামস কাবাব

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির এবং বাসি খাবার সংরক্ষণের অপরাধে লাহামস কাবাবকে মামলাসহ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) নগরের দামপাড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা আদায় করেন।

আরও পড়ুন : মধুবনকে লাখ টাকা জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিদিনই নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে লাহামস কাবাবকে মামলার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!