চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে মদ বানাত পটিয়া ও নোয়াখালীর দুই নারী

নগরের চান্দগাঁওয়ে দেশি চোলাই মদ ও তৈরির উপকরণসহ দুই নারীকে আটক করা হয়েছে। এসময় ৫ লিটার মদ ও স্যালাইনের প্যাকেট জব্দ করা হয়।

শনিবার (১৩ নভেম্বর) রাতে নগরের বাড়ইপাড়া মোবারক শাহ মাজার এলাকার নূর নবী সওদাগরের বিল্ডিং থেকে তাদের আটক করে চান্দগাঁও থানা পুলিশ।

আটকরা হলেন- পটিয়া উপজেলার চারকাইন এলাকার আব্দুর রহিমের স্ত্রী লাকি আকতার (৩০) ও নোয়াখালী দক্ষিণ হাতিয়া কেরিংচর এলাকার মৃত বাহার উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুন (৬০)।

আরও পড়ুন: ঘরেই বিক্রি করতেন চোলাই মদ, অবশেষে আটক দম্পতি

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, বাড়ইপাড়ার একটি বাসা থেকে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই নারীকে আটক করা হয়েছে। এসময় ৫ লিটার চোলাই মদ ও স্যালাইনের প্যাকেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে বাসায় চোলাই মদ তৈরি করে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!