বারান্দায় খেলতে গিয়ে শিশুর পা ঢুকল গর্তে, ছোবল দিল বিষধর সাপ

পেকুয়ায় বিষধর সাপের ছোবলে মো. জিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহান একই এলাকার মো. সালাহ উদ্দিনের ছেলে।

জিহানের দাদা আলী আহমদ জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে জিহান খেলা করছিল। তখন পাকা ঘরের বাইরের কলামের ফাটলের গর্তে জিহানের পা ঢুকে পড়ে। এসময় একটি বিষধর সাপ তাকে ছোবল দিলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তৎক্ষণাৎ তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া পারভীন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। কক্সবাজার নিয়ে যাওয়ার পথে জিহানের মৃত্যু হয়।

যোগাযোগ করা হলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, রোগীকে আমাদের এখানে একটু দেরিতে আনা হয়েছিল। তবুও আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করি।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm