বাপ—পুতের অস্ত্র ও ইয়াবা বাণিজ্য, র‌্যাবের অভিযানে দুজনই ধরা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ বাবা ও ছেলেকে আটক করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) রাত ১১টায় উপজেলার কাটাছড়া ইউনিয়নের চত্তর ভুঁইয়া হাট থেকে তাদের আটক করে র‌্যাব-৭।

আটকরা হলেন- উপজেলার পশ্চিম কাটাছরা গ্রামের মৃত শফি উল্ল্যাহর ছেলে নুর উল্লাহ (৪৫) ও তার ছেলে মো. নাইমুল ইসলাম শুভ (২১)।

র‌্যাব জানায়, আটক নুর উল্লাহ মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

আরও পড়ুন: অস্ত্র—গুলি—ইয়াবা নিয়ে ঘুরছিল ৫ যুবক, ধরল র‌্যাব

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদে রোববার রাতে আবদুস চত্তর ভুঁইয়া হাটের নুর উল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান মদিনা ডেকোরেশন ও তার বাড়িতে ৪ ঘণ্টার অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, ২০১ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ সময় নুর উল্লাহ ও তার ছেলে মো. নাইমুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!