বান্দরবানে নভেম্বরজুড়ে হোটেল-রেস্তোরাঁ-পরিবহনে বিশেষ ছাড়

বান্দরবানে দীর্ঘদিন পর পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ায় পর্যটকদের বরণে হোটেল-রিসোর্ট-রেস্তোরাঁ ও পরিবহন খাতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। নভেম্বর মাসজুড়ে থাকবে এ বিশেষ ছাড়। এর মধ্যে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ ও পর্যটকদের পরিবহনে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান হোটেল-রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সকাল সাড়ে ১০টায় জেলা পর্যটনসংশ্লিষ্ট সমন্বয় পরিষদের উদ্যোগে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পর্যটন সংশ্লিষ্ট জেলা সদরের ১৭টি সংগঠন পর্যটকদের বরণে ঐক্যবদ্ধ হয়েছে। অতীতে পর্যটন ব্যবসায়ীরা ছাড় দেন অফ টাইমে। কিন্তু নভেম্বর মাসে পর্যটনের ভরা মৌসুমে বিশেষ ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পর্যটকরা ছাড়ের সুবিধা গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।

আরও পড়ুন : বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

পর্যটনসংশ্লিষ্ট সমন্বয় পরিষদের সভাপতি নাছিরুল আলম বলেন, দীর্ঘদিন পর চারটি উপজেলায় পর্যটনকেন্দ্র খুলেছে। এটি অত্যন্ত আনন্দের খবর। তাই পর্যটকদের বরণে ছাড় ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রশাসন ও সেনাবাহিনী পরিচালিত পর্যটন স্পটগুলোতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে বলে সংশ্লিষ্টরা আমাদের আশ্বস্ত করেছেন। পর্যটকরা যেন ভ্রমণে এসে নিরাপদে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এদিকে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ থেকে বান্দরবান সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার দর্শনীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে পর্যটকদের জন্য বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। এ বিধিনিষেধ ৬ নভেম্বর পর্যন্ত ছিল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, ট্যুরিস্ট জিপগাড়ি মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, জেলা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ন্যাচারাল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গনি এবং কিউবি রিসোর্টের স্বত্বাধিকারী মফিজুল ইসলাম মামুন।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm