সরকারি জায়গায় বাণিজ্য—বাদ সাধলেন ম্যাজিস্ট্রেট

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জেএম সিকদারপাড়ায় সরকারি জয়গা দখল করে দোকান নির্মাণ করে স্থানীয় এরফান সওদাগর।

রোববার (৭ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দোকানটি গুঁড়িয়ে দেন। অভিযুক্ত এরফান চুনতি ইউনিয়নের জেএম সিকদারপাড়ার হোসেন আহম্মদের ছেলে।

আরও পড়ুন: চাল নিয়ে চালবাজি—হানা দিলেন ম্যাজিস্ট্রেট, চালের আড়ত সিলগালা

স্থানীয়রা জানায়, সরকারি জায়গায় কালভার্টের পানি চলাচলের পথ বন্ধ করে দোকান নির্মাণ করায় এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে দখল করা দোকানটি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান জানান, নির্দেশনা দেওয়ার পরও অবৈধভাবে দখল করা দোকানটি না সরানোর কারণে আজ (রোববার) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, ভূমি কর্মকর্তা মু. ইদ্রিস, পুলিশ বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাত্তার/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm