আনোয়ারায় বাথরুমে নারীর লাশ, পালিয়ে গেছে স্বামী

আনোয়ারায় জেসমিন আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে স্বামী মহিউদ্দিন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) শবে বরাতের রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নে ভাড়া বাসার বাথরুম থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে মৃত্যুর আসল কারণ জানা যায়নি।

স্থানীয়দের দাবি, জেসমিনকে মেরে ফেলার পর ফাঁসিতে ঝুলানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মহিউদ্দীনও পলাতক। তবে পুলিশের ধারণা, ওই নারী আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: ফিঙ্গার প্রিন্টে শনাক্ত হলো অজ্ঞাত নারীর লাশ

থানা সূত্রে জানা যায়, জেসমিন আক্তার (২৭) বাঁশখালী উপজেলার প্রেমাসিয়া (খানখানাবাদ) এলাকার মঈন উদ্দিনের মেয়ে। তিনি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার রাতে বৈরাগ ইউনিয়নে ভাড়া বাসার বাথরুমের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় গামছা প্যাচানো এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানাার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm