বাজেট—বেশি করে খাওয়া যাবে মুড়ি-ফল

এবারের বাজেটে বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে। যার মধ্যে রয়েছে বাঙালির প্রিয় একটি খাবার ‘মুড়ি’। একইসঙ্গে কমবে ফলের দামও।

এসব পণ্যের ওপর ভ্যাট অব্যাহতি এবং করহার কম করা হয়েছে। উৎপাদন পর্যায়ে মুড়ির ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তাই কমবে প্যাকেটজাত মুড়ির দাম। একইসঙ্গে ব্যবসায়ী পর্যায়ে ফলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই ফলের দামও কমতে পারে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!