খাতুনগঞ্জ সিটি ব্যাংক শাখার অর্থ ঋণখেলাপির মামলায় বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে অর্থঋণ আদালতের বিশেষ নির্দেশনা পাওয়ার পর লালদীঘি এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
আরও পড়ুন : ব্যাংকের ১০ কোটি টাকা মেরে পার পাচ্ছেন না বাগদাদ গ্রুপের ৪ মালিক
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, সিটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৭ কোটি ৩ হাজার টাকা ঋণ নেন বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান আলমগীর। ঋণ আদায়ে ব্যর্থ হলে ২০১২ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করেন সিটি ব্যাংক। ঋণের টাকা বর্তমানে সুদে আসলে ৩১ কোটি ২৫ লাখ টাকায় দাঁড়ায়। আজ অর্থঋণ আদালতের বিশেষ নির্দেশে তাকে লালদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে ১০টিরও অধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।