বাকলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে রক্তাক্ত ৫

নগরের বাকলিয়ায় যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৫ আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শাহ আমানত ব্রিজ সংলগ্ন গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: রক্তাক্ত সাতকানিয়া—দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

এ বিষয়ে বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে শাহ আমানত ব্রিজ সংলগ্ন গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা ও মোটরসাইকেলের ৫ আরোহী গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। আহতরা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!