নগরের বাকলিয়ার তুলাতলি এলাকায় স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩ জুন) ভোরে জসিম কলোনির ভাড়া বাসায় ওই গৃহবধূ আত্মহত্যা করেন।
নিহত গৃহবধূর নাম শিরিন আক্তার (২৯)। তার স্বামীর নাম মো. রুবেল। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্বামী মো. রুবেল বলেন, ‘আমি দিনমজুর। গতকাল (রোববার) রাতে কাজ করে বাসায় ফিরে স্ত্রীর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে লাথি মারি। পরে একসাথে রাতের খাবারও খেয়েছি। কিন্তু ভোর ওঠে দেখি সে গলায় ফাঁস দিয়েছে।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘সকালে বাকলিয়া এলাকা থেকে এক গৃহবধূকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।’
আরবি