সাফ ফুটবল : আনাইয়ের গোলে বাংলাদেশ চ্যাম্পিয়ন

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা ১-০ গোলের ব্যবধানে ভারতকে হারিয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ খেলা।

আরও পড়ুন: রেকর্ড গড়া আরাফ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

খেলার ৭৯ মিনিটে আনাই মগিনি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই আনাইয়ের দূরপাল্লার শট গোলপোস্টের জাল স্পর্শ করতেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

শেষ পর্যন্ত এই এক গোলই সাফ ফুটবলের চ্যাম্পিয়ন শিরোপা নির্ধারণ করে দেয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm