বাংলাদেশের হয়ে টোকিও অলিম্পিকে দৌড়াবেন জহির

জাপানের টোকিওতে ২৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। বাংলাদেশ থেকে কয়েকজন অ্যাথলেটর অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়।
এখনো পর্যন্ত ওয়াইল্ড কার্ড নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে কেউ সুযোগ না পেলেও ৪০০ মিটার ইভেন্টে বাংলাদেশের হয়ে দৌড়াবেন জহির রায়হান। জাতীয় অ্যাথলেটিকসে একই ইভেন্টে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে করা রেকর্ডটি নৌবাহিনীর জহিরের। তাই তাকেই সিলেক্ট করেছে অ্যাথলেটিকস ফেডারেশনের সিলেকশন কমিটি।
এর আগে ২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নেয় জহির। সেবার সেমিফাইনাল খেলেছিলেন তিনি।
এছাড়া আর্চারি ডিসিপ্লিনে সরাসরি খেলবেন রোমান সানা। সাঁতারে ওয়াইল্ড কার্ডে অংশ নেবেন জুনায়না আহমেদ ও আরিফুল ইসলাম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!