বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটেরে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তামিম ইকবাল অপরাজিত ছিলেন ৮২ বলে অপরাজিত ৮৭ রানে। লিটন আউট হয়েছেন ৪৮ রানে। তবে উদ্বোধনী জুটির ১২৭ রানেই নিশ্চিত হয়ে যায় টাইগারদের জয়। কারণ প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা সংগ্রহটা যে ছিল মাত্র ১৫৪!

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট : এবার ৯৯’র স্মৃতি ফিরিয়ে আনল বাংলাদেশের মেয়েরা

তাসকিন আহমেদের আগুন ঝরা বোলিংয়ের মূলত প্রোটিয়াসদের ইনিংসে ধস নামে। ৫ উইকেট নেন বাংলাদেশি এই পেসার। পরে তামিম-লিটনের ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দেয় লড়াই থেকে।

অথচ এ সফরের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো জয়ই ছিল না টাইগারদের। প্রথম ওয়ানডে জয় তুলে নিয়ে সেই অতৃপ্তি দূর করে বাংলাদেশ। আর শেষ ওয়ানডের জয়ে সিরিজটাই নিজেদের করে নিল টাইগাররা!

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : মালান ৩৯, মহারাজ ২৮। তাসকিন ৫/৩৫, সাকিব ২/২৪।

বাংলাদেশ : তামিম ৮৭*, লিটন ৪৮, সাকিব ১৮*। মহারাজ ১/৩৬

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm