বাংলাদেশকে ২ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে মালদ্বীপ। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা বাংলাদেশকে দেওয়া হয়।
বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মো. নাজমুল হাসানের হাতে এসব টিকা তুলে দেন মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম। এর আগে দুই দেশের সরকারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: সুখবর : এসেছে করোনার অর্ধকোটি টিকা
যেখানে বলা হয়, বাংলাদেশকে ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ কোভিড-১৯ অ্যাস্ট্রাজেনেকা টিকা হস্তান্তর করবে মালদ্বীপ। মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করা এই টিকাগুলো বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপ বাংলাদেশকে এই উপহার দেওয়ায় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।