ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া সমদ্রসৈকতে এ আয়োজন করা হয়। এ সময় সাবেক শিক্ষার্থীরা বাঁশবাড়ীয়া সমুদ্রসৈকতে আনন্দ শোভাযাত্রা শেষে কেক কাটেন। দুপুরে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামুনুর রশিদ মামুন, মো. নিজাম উদ্দিন, রবিউল হাসান রাজু, আবু নাছের সোহেল, আশরাফুল আলম ফয়সাল, মো. মামুন উদ্দিন মো. আবু নাছির, মো. আলাউদ্দিন, শাহ নেওয়াজ শিবলু, উত্তম কুমার, মো. তারেক, খুরশেদ আলম রাজু, মো. রুবেল, নুর উদ্দিন, মো. লোকমান, ইলিয়াস জুয়েল, মো. ইকবাল, মোকাররম বিপ্লব, আলাউদ্দিন হোসেন ও ফারুক।
আলোচনায় সাবেক শিক্ষার্থী মো. মামুনুর রশিদ মামুন বলেন, বিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি তাই নিজেকে গর্বিত মনে করছি। বিদ্যালয় ছেড়ে আসার পর খুব মনে হচ্ছিল। কিন্তু আজ সব বন্ধুকে একসাথে কাছে পেয়ে মনে হচ্ছে, আমি একা নই। হারিয়ে গেছি সেই পুরনো দিনে।
শেখ সালাউদ্দিন/এসআই