বাঁশখালীতে সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু

বাঁশখালীতে বিষধর সাপের কামড়ে মুনতাহা বিনতে হাবিব (৩৩) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপেজলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাহারচরা গ্রামে এ ঘটনা ঘটে।

মুনতাহা বিনতে হাবিব বাহারচরা গ্রামের আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তার স্বামী মো. নুরুন্নবী ওই  স্কুলের পরিচালক। তাদের বাড়ি বাহারচরা গ্রামে। তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

মুনতাহার স্বামী মো. নুরুন্নবী বলেন,  শুক্রবার রাত সাড়ে ৮টায় বাড়ির পাশে পারিবারিক কাজ করছিলেন মুনতাহা। ওইসময় একটি বিষধর সাপ তার পায়ে  কামড় দেয়। মুনতাহার চিৎকারে প্রতিবেশীরাসহ আমি এগিয়ে গিয়ে যাই। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ওখানে কর্তব্যরত ডাক্তার রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। আজ (১১ অক্টোবর) কয়েক দফা জানাজা শেষে বেলা ১২টায় লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইউবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm