বাঁশখালীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর (৫৫) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল গফুর কালীপুর ইউনিয়নের পালেগ্রামের বাসিন্দা। তিনি রাজনীতির পাশাপাশি বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে ফিল্মি স্টাইলে খুন, কালো গাড়িতে এসেছিল বুড়ির নাতিসহ ৩ যুবক
হামিদ হোসাইন সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের বাসিন্দা। তিনি রাজনীতির পাশাপাশি পৌর সদরে চালের ব্যবসা করতেন।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভার উত্তর জলদী গ্রামে কৃষি অফিসের সামনে জনৈক ব্যক্তির গ্যাস সিলিন্ডারের দোকানের পেছনে ঘুমান্ত অবস্থায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হামিদ হোসাইনকে একই রাতে তাঁর নিজ বাড়ি সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আব্দুল গফুর ও হামিদ হোসাইনকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইন অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
ইউবি/আরবি