হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না বিমান বাহিনীর কর্মকর্তাকে

নগরের হালিশহরে মোটরসাইকেলের ধাক্কায় রেদোয়ানুল কবির (৭০) নামে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সবুজবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদোয়ানুল কবির হালিশহর গ্রীনভিউ আবাসিকের একটি বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৫ সালে তিনি অবসরে যান।

আরও পড়ুন: বাঁচানো গেল না অটোরিকশা চালক ফারুককে

জানা যায়, নিহত রেদোয়ানুল কবির আজ (সোমবার) সকালে তার ছেলের সঙ্গে হালিশহর সবুজবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক জানান, হালিশহর সবুজবাগ মোড় এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!