বসতভিটার বিরোধে রক্তাক্ত নারী

রাউজানে প্রতিপক্ষের ইটের আঘাতে রক্তাক্ত হয়েছেন ঝর্ণা শীল (৩৫) নামে এক গৃহবধূ।

শনিবার (২২ জানুয়ারি) সকালে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীলপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে বিকেল ৫টার দিকে অভিযুক্ত দুলাল শীলের ছেলে পলাশ শীলকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: যুবককে থেঁতলে দিয়ে পালিয়ে গেল প্রাইভেট কার, রক্তাক্ত সঙ্গী হাসপাতালে

স্থানীয়রা জানায়, বসতভিটে নিয়ে বিরোধের জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন প্রবাসী প্রভাত কুমার শীলের স্ত্রী ঝর্ণা শীলকে মারধর করে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ঝর্ণা শীলের স্বামী প্রভাত কুমার শীল বলেন, প্রতিপক্ষ দুলাল শীলের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে আমার স্ত্রীকে মারধর করে আহত করা হয়। এরপর ইট ছুঁড়ে মারলে মেরুদণ্ডে সে আঘাত পায়। বর্তমানে আমার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পলাশ শীল নামের একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!