বর্ণিল আয়োজনে শেফ ডে উদযাপন করল লা মেনসা রেস্টুরেন্ট

নগরের খুলশী বিটিভি ভবনে অবস্থিত অভিজাত লা মেনসা রেস্টুরেন্টে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল শেফ ডে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে লা মেনসা লাউঞ্জে রেস্টুরেন্টের বিভিন্ন বিভাগের শেফ ও কর্মকর্তাদের নিয়ে এ আয়োজন হয়।

প্রতি বছরের ২০ অক্টোবর আন্তর্জাতিকভাবে শেফ ডে উদযাপন করা হয় বিশ্বজুড়ে। দিনটিকে সামনে রেখে একটি আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট হিসেবে লা মেনসা দিনটি উদযাপন করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লা মেনসা রেস্টুরেন্টে এক্সিকিউটিভ শেফ পেয়ার আহাম্মেদ, ম্যানেজার (একাউন্টস এন্ড এইচআর এডমিন) জাওয়াদ উদ্দিন, ম্যানেজার কায়সার আলম, অ্যাসিস্টেন্ট ম্যানেজার ইমরান হোসেন। এছাড়া রেস্টুরেন্টের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেফ ডে উপলক্ষে রেস্টুরেন্টের শেফদের শুভেচ্ছা জানান লা মেনসা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন। পরে শেফ ডে উপলক্ষে বিশেষভাবে তৈরি কেক কাটা হয়।

Yakub Group

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।