ইউএনওর হস্তক্ষেপ—বন্ধ হলো বাল্যবিয়ে

সীতাকুণ্ডে সৈয়দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে বাল্যবিয়ে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে ওই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। বিষয়টি এলাকাবাসী ইউএনও মো. শাহাদাত হোসেনকে অবহিত করেন।

আরও পড়ুন: হাটহাজারীর বিয়েকাণ্ড—বরের বয়স ২৪, কনে ১৩

খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ ওই এলাকার ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠান। পরে ইউএনও নিজে উপস্থিত হয়ে বর-কনের অবিভাবককে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। এরপরই বন্ধ হয়ে বিয়ের আয়োজন

ইউএনও মো. শাহাদাত হোসেনে আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বিয়ে দিতে উভয়পক্ষের অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!