চট্টগ্রাম-দোহাজারী রুটে বন্ধ ডেমু ট্রেন, দুর্ভোগে দক্ষিণের হাজার হাজার মানুষ

চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচল করা একমাত্র ডেমু ট্রেনের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষ।

শনিবার (১০ সেপ্টেম্বর) যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বন্ধ হয়ে যায়। তবে আগামী সপ্তাহে চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দোহাজারী, পটিয়াসহ আশপাশের গ্রাম থেকে শহরে সবজি আসাও বন্ধ রয়েছে।

আরও পড়ুন : মোহরায় বুলবুলির দুই পায়ের ওপর গেল ডেমু ট্রেন

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের দিকে চট্টগ্রাম-দোহাজারী রুটে ৬ জোড়া ট্রেন চলাচল করত। পরে ২ জোড়া ট্রেন চালু থাকলেও করেনাকালীন সময় সেটিও বন্ধ হয়ে যায়। ২০২১ সালে চালু হওয়া ডেমু ট্রেনটি সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও বিকেলে দোহাজারী চলাচল শুরু করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও এখন বন্ধ হয়ে গেল।

Yakub Group

এ রুটের যাত্রীরা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর চট্টগ্রাম-দোহাজারী রুটে যাত্রীর চাপ বেড়ে যায়। সাধারণ চাকরিজীবি ও কৃষকদের শহরে আসা-যাওয়ার মাধ্যম ছিল ডেমু ট্রেন। সেটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

পটিয়া থেকে নিয়মিত শহরে ট্রেনে যাতায়াতকারী চাকরিজীবী আবদুল করিম বলেন, ডেমু ট্রেনটি চালু থাকায় আমরা কম খরচে শহরে যাতায়াত করতাম। এটি বন্ধ হওয়ায় খরচ বাড়ার পাশাপাশি যাতায়াতে দ্বিগুণ সময় লাগছে। ডেমু ট্রেন দ্রুত চালুর দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবিদুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম -দোহাজারী রুটে ডেমু চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর কাজ চলছে। আশা করি আগামী সপ্তাহে চলাচল স্বাভাবিক হবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।