বন্ধুদের সঙ্গে খেলা করা শিশুকে পিষে মারল বেপরোয়া মোটরসাইকেল

মিরসরাইয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জুবায়েদ হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়েদ হোসেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালাল আহাম্মেদ বাড়ির মো. রাসেল হোসেনের ছেলে। সে শরিয়তপাড়া ফজলুল উলুম তালিমুল কুরআন মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে খেলতে থাকা শিশুকে পিষে মারল কেইপিজেডের গাড়ি

প্রত্যক্ষদর্শী জনি বলেন, আজ বিকালে নিহত জুবাইয়েদসহ তার সহপাঠীরা মিলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর রোডের পাশে খেলা করছিল। এসময় ৩টি মোটরসাইকেল খুব দ্রুতগতিতে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিল। এসময় জুবায়েদ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি মোটরসাইকেল এসে জুবায়েদকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি আটক করে।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, নিহত জুবায়েদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm