বন্দরে বেপরোয়া লরির ধাক্কা—মুহূর্তেই লাশ ছাত্রলীগ নেতা

নগরের বন্দর এলাকায় লরির ধাক্কায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে বন্দরের সল্টগোলা ক্রসিংয়ে একটি দ্রুতগামী লরি মোটরসাইকেলে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম আরিফ (২৫) চট্টগ্রামের গোসাইলডাঙ্গা এলাকার মো: ইসলামের ছেলে। খোজ নিয়ে জানা গেছে, নিহত আরিফুল ইসলাম আরিফ ছাত্রলীগের বন্দর থানা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: কাভার্ডভ্যান কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ, রক্তাক্ত বন্ধু হাসপাতালে

যোগাযোগ করা হলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল আলোকিত চট্টগ্রামকে বলেন, আরিফুল মোটরসাইকেল নিয়ে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে একটি দ্রুতগামী লরি পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আরিফুল মারা যান।

ওসি আরও বলেন, লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm