বন্দরে জাহাজডুবি—মিরসরাইয়ের দুই নাবিক কোথায় জানে না কেউ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবাহী এম ভি টিটু-১৪ নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়। জাহাজে থাকা মিরসরাইয়ের দুই নাবিকের এখনও খোঁজ পাওয়া যায়নি।

শনিবার (১৯ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: হঠাৎ ফুটো হয়ে কর্ণফুলী নদীতে ডুবে গেল ‘ক্রিস্টাল গ্রুপের’ ফিশিং জাহাজ

নিখোঁজরা হলেন- মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৪০) ও একই উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রাম এলাকার লাভলু ভূঁইয়া (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে নিখোঁজ ফরিদের ছোট ভাই তানভীর রনি জানান, ডুবে যাওয়া জাহাজটিতে আমার ভাই ফরিদ এবং ফুফাত ভাই লাভলু ছিল। জাহাজের সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছি কিন্তু এখনও তাদের কোনো খোঁজ পাইনি।

উল্লেখ্য, শনিবার (১৯ মার্চ) ভোরে ‘এম ভি টিটু-১৪’ নামের একটি লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজে ১৩ জন নাবিকের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা গেলেও পাঁচজন এখনও নিখোঁজ আছেন। এদের মধ্যে মিরসরাইয়ের দুজন।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!