বন্দরে কাজ করতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন শ্রমিক

চট্টগ্রাম বন্দরে কাজ করার সময় আমিন উল্লাহ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টার দিকে ১৩ নম্বর বার্থ শিপিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মামলাজটে চট্টগ্রাম বন্দরে আটকে গেছে ২ বিদেশি জাহাজ

নিহত আমিন উল্লাহ বন্দর থানাধীন ফকির হাট ৩ নম্বর বড় বাড়ির আব্দুল খালেকের ছেলে।

যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বন্দরের ১৩ নম্বর বার্থ শিপিংয়ে কাজ করার সময় আমিন উল্লাহ নামে এক শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রয়েছে।

Yakub Group

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।