চট্টগ্রামসহ দেশের সব বন্দরে ওমিক্রন নিয়ে সতর্কবার্তা

বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব বন্দরে।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরনটি শনাক্ত হয়। বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি এবং ইতালিতেও নতুন এ ধরনের সন্ধান মিলেছে। এ ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে ডব্লিউএইচও।

আরও পড়ুন: করোনার নতুন ধরন ‘ওমিক্রন’—দ্রুত বিস্তারের শঙ্কা

ধারণা করা হচ্ছে, করোনার সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রন করোনার অন্য ধরনের তুলনায় কম, নাকি বেশি মারাত্মক, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।

নাজমুল ইসলাম বলেন, ডব্লিউএইচও ইতোমধ্যে ওমিক্রন ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি।

আরও পড়ুন: ওমিক্রন আসতেই বিশ্ববাজারে ধস—কমল তেলের দাম

তিনি বলেন, গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তের নিম্নহার দেখা গেছে। ২ শতাংশের নিচে থেকেছে এ হার। কিন্তু এ পরিস্থিতিতে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

দেশের সব বন্দরে নিরাপত্তা জোরদার করার জন্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm